চাঁদা না পেয়ে সিএনজিচালককে বেধড়ক পেটালেন সাবেক ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

২১ মে, ২০২৫, ৮ ঘন্টা আগে

চাঁদা না পেয়ে সিএনজিচালককে বেধড়ক পেটালেন সাবেক ছাত্রদল নেতা

চাঁদা না দেওয়ায় মানিকগঞ্জের বাসস্ট্যান্ড এলাকায় এক সিএনজিচালিত অটোরিকশাচালককে বেধড়ক পিটিয়ে প্রকাশ্যে থুতু চাটিয়েছেন সাবেক ছাত্রদল নেতা মো. নবীন। আহত চালক মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ঘটনা সোমবার (১৯ মে) দুপুরে নবীনের ব্যক্তিগত অফিসে ঘটে। নবীন মানিকগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, বর্তমানে নিজেকে যুবদলের নেতা পরিচয় দিলেও যুবদলের উচ্চ পর্যায়ের কিছু নেতা তাকে সদস্য না বলে দাবি করেছেন।

নবীন বাসস্ট্যান্ড এলাকার সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড নিয়ন্ত্রণ করে পরিবহন থেকে চাঁদা আদায় ও সিরিয়াল বাণিজ্য পরিচালনা করছেন। চালককে ১০ হাজার টাকা চাঁদার চাপ দেয়া হচ্ছিল। চাঁদা না দেওয়ায় অফিসে ডেকে বেধড়ক মারধর করে নবীন ও তার অনুসারীরা।

চালক কান্নাজড়িত কণ্ঠে জানান, তিনি গরিব, ভাড়ায় গাড়ি চালান, এত টাকা একসঙ্গে দেওয়া সম্ভব নয়। চালককে রড দিয়ে বেঁধে পিটিয়ে প্রকাশ্যে থুতু চাটানো হয়। পরে হাসপাতালে ভর্তি করা হয়।

নবীন অভিযোগ অস্বীকার করে বলেন, পরিবহন সিরিয়াল নিয়ে দ্বন্দ্ব ছিল, সমাধানের জন্য অফিসে ডাকা হয়েছিলো।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার বলেন, দল থেকে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমান উল্লাহ বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি/পত্রিকা একাত্তর

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news