জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করলে কী উপকার, জানালেন সারজিস

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

২০ মে, ২০২৫, ১ day আগে

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করলে কী উপকার, জানালেন সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জাতীয় নির্বাচনের আগে ঢাকা সিটি কর্পোরেশনসহ সব স্থানীয় নির্বাচন করার দাবি জানিয়েছেন।

সোমবার (১৯ মে) রাত ১১টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে ইশরাক হোসেনের মতো যোগ্যরা সমান সুযোগ পেয়ে জনপ্রিয়তার ভিত্তিতে জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারবেন। পাশাপাশি, স্থানীয় নির্বাচনের মাধ্যমে দেশ ও জনগণ আরও গুরুত্বপূর্ণ সুবিধা পাবে।

সারজিস আলম আরও বলেন, বর্তমানে জনপ্রতিনিধি অভাবের কারণে স্থানীয় সরকারের অফিসগুলোতে সেবা বিঘ্নিত হচ্ছে, যা স্থানীয় নির্বাচন হলে আবার সুনিয়ন্ত্রিত হবে। এছাড়া, স্থানীয় নির্বাচন হবে সরকারের গুরুত্বপূর্ণ অংশ যেমন নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ ইত্যাদির কার্যকারিতার পরীক্ষা, যা স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য দরকারি।

তিনি সতর্ক করে বলেন, সরাসরি জাতীয় নির্বাচন হলে যদি অপ্রত্যাশিত সমস্যা দেখা দেয়, তা সংশোধনের সুযোগ থাকবে না এবং নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে।

তিনি উল্লেখ করেন, ক্ষমতাসীন সরকারের অধীনে স্থানীয় নির্বাচনে মাইম্যানদের প্রভাব থাকলেও, অন্তর্বর্তীকালীন সরকারের সময় সুষ্ঠু নির্বাচন হলে জনপ্রতিনিধি নির্বাচিত হবেন জনগণের ভোটে। এনসিপি বর্তমানে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে নিজেদের জনপ্রিয় প্রতিনিধিদের নির্বাচিত করার সম্ভাবনা বেশি।

সারজিস আলম আশা করেন, চাঁদাবাজ, ক্ষমতার অপব্যবহারকারী ও সিন্ডিকেট সদস্যরা জনপ্রতিনিধি হতে পারবেন না এবং এই বিষয়ে বিএনপির সঙ্গে দ্বিমত হবে না।

তিনি এও জানান, স্থানীয় নির্বাচন নিয়ে জাতীয় নির্বাচন পেছানোর কোনো ষড়যন্ত্র খোঁজা যাবে না। প্রয়োজনে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে দেওয়া হোক, এতে কোনো আপত্তি নেই।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news