ভারতে বিয়ের আসরে হৃদরোগে আক্রান্ত হয়ে বরের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

১৮ মে, ২০২৫, ২ দিন আগে

ভারতে বিয়ের আসরে হৃদরোগে আক্রান্ত হয়ে বরের মৃত্যু

কনের গলায় মঙ্গলসূত্র বাঁধার পর বিয়ের মঞ্চেই মৃত্যু হৃদরোগে আক্রান্ত ২৫ বছর বয়সী যুবকের

উৎসবমুখর বিয়ের অনুষ্ঠানে সুখের মাঝে হঠাৎ ঘটে মর্মান্তিক ঘটনা। ভারতের কর্ণাটকের বাগালকোট জেলার জামখান্ডি শহরে ২৫ বছর বয়সী প্রবীণ নামের এক যুবক হৃদরোগে আক্রান্ত হয়ে বিয়ের মঞ্চেই মারা গেছেন। কনের গলায় মঙ্গলসূত্র বাঁধার মাত্র কয়েক মিনিটের মধ্যেই বুকে তীব্র ব্যথায় লুটিয়ে পড়েন তিনি।

শনিবার (১৭ মে) এনডিটিভির প্রতিবেদনে এই ঘটনা প্রকাশ করা হয়। বর-কনের পরিবার, আত্মীয়স্বজন ও উপস্থিত অতিথিরা মর্মাহত ও স্তব্ধ হয়ে পড়েন এই অকাল মৃত্যুতে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পরপরই পরিবারের সদস্যরা প্রবীণকে দ্রুত স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

এমন হৃদরোগজনিত অকাল মৃত্যু তরুণদের মধ্যে নতুন কিছু নয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে মধ্যপ্রদেশের একটি বিয়ের অনুষ্ঠানে ২৩ বছর বয়সী এক তরুণীও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত বছর ডিসেম্বরে উত্তরপ্রদেশের আলিগড়ে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রও হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন।

বিশেষজ্ঞরা বলছেন, কম বয়সে হৃদরোগের ঝুঁকি বাড়ার পেছনে রয়েছে অতিরিক্ত মানসিক চাপ, অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভাস ও অনিয়মিত ঘুম। এ কারণে তরুণদের স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকা জরুরি।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news