ভারতে যাওয়ার সময় কেন্দ্রীয় যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

১৯ মে, ২০২৫, ১ day আগে

ভারতে যাওয়ার সময় কেন্দ্রীয় যুবলীগ নেতা গ্রেপ্তার

বেনাপোলে ভারত যাত্রায় কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক জামিল আহম্মেদকে গ্রেপ্তার

সোমবার (১৯ মে) দুপুর ১২টার দিকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক জামিল আহম্মেদ (৪২)কে ভারত যাওয়ার সময় গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, চিকিৎসা সংক্রান্ত কাজে ভারত যাত্রার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে আগমনের সময় জামিলের পাসপোর্টে স্টপ লিস্ট থাকার কারণে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে গোবিন্দগঞ্জ থানায় তার বিরুদ্ধে মামলা থাকায় গ্রেপ্তার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহমেদ জানান, জামিল ইমিগ্রেশন ভবনে প্রবেশ করে বহির্গমন সিলের জন্য পাসপোর্ট জমা দিলে অনলাইনে তার স্টপ লিস্ট পাওয়া যায় এবং তদন্তের এক পর্যায়ে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, ভারতের সীমান্ত পথ হয়ে অপরাধীরা নিরাপদ আশ্রয়স্থল খুঁজছে বলে অভিযোগ রয়েছে। যদিও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অনেকেই ধরা পড়লেও অধিকাংশ ব্যক্তি বিভিন্ন কৌশল অবলম্বন করে ভারতে পালাচ্ছেন।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news