মন্ত্রিত্বও নিতে পারতেন হাসনাত-সারজিসরা: বিএনপি নেতা ইশরাক

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

২১ মে, ২০২৫, ৯ ঘন্টা আগে

মন্ত্রিত্বও নিতে পারতেন হাসনাত-সারজিসরা: বিএনপি নেতা ইশরাক

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ‘সারজিস আলম-হাসনাত আবদুল্লাহরা জোরালো দাবি করলে হয়তো মন্ত্রিত্ব নিতে পারতেন।’বুধবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ইশরাক বলেন, নাহিদ ইসলামের দৃষ্টান্ত অনুসরণ করতে হবে। নাহিদ চাইলে হয়তো আরও কিছুদিন মন্ত্রীত্ব করে তারপর এনসিপিতে যেতে পারতেন। তিনি আরো বলেন, সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য; তারা রাজনীতি করার জন্য মন্ত্রিত্ব না নিয়ে কর্মপন্থা বেছে নিয়েছেন। ভবিষ্যতে ভোটে জিতে সরকার গঠন করলে পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব, ক্ষমতা ও সম্মান পেতে পারেন।

তিনি অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে পদত্যাগের আহ্বান জানিয়ে বলেন, ‘গণতান্ত্রিক ভাষায়, রাজনৈতিক শিষ্টাচার মেনে যৌক্তিক কারণে তাদের পদত্যাগ করা উচিত। কারণ তারা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত এবং সম্ভবত ভবিষ্যতে সরাসরি যুক্ত হবেন। তাই পদত্যাগের দাবি অযৌক্তিক নয়, বরং সঠিক পদক্ষেপ হবে এবং রাজনৈতিক বিতর্কের অবসান ঘটবে।’

ইশরাক বলেন, ‘তারা পদত্যাগ করলে বর্তমান সরকারের নিরপেক্ষতার ইমেজ বৃদ্ধি পাবে। সরাসরি রাজনীতিতে যোগ দিয়ে দলীয় কাজ করে অভিজ্ঞতা অর্জন করা দেশের জন্য ভালো হবে। আর ক্ষমতা ধরে রাখলে বিশেষ সুবিধা দিতে হয়, যা থেকে বিরত থাকা সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘ক্ষমতার লোভে অবৈধ মেয়র হওয়ার জন্য আন্দোলনে নৈতিক সমর্থন দিয়ে জনভোগ সৃষ্টি করে নিজেদের সাধু বানানো ঠিক নয়। আমি নিজেও সমালোচিত হয়েছি, কিন্তু আর কোনো উপায় ছিল না। জনগণকে ভুল পথে পরিচালিত করা বন্ধ করা প্রয়োজন। আইন ও আদালত মেনে দেশ সংস্কার শুরু করতে হবে।’

ইশরাক বলেন, ‘বন্দোবস্ত আগের মতো চলছে এবং আরও মজবুত করা হচ্ছে। তাই পদত্যাগের দাবি থেকে সরে আসার সুযোগ নেই। তারা কেন থাকতে চান তা বুঝে ওঠা কঠিন।’

উল্লেখ্য, গত ১৪ মে থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পাঠ করানোর দাবিতে ‘আমরা ঢাকাবাসী’ ব্যানারে নগর ভবন অবরোধ করে আন্দোলন চলছে।

ঢাকা জেলা প্রতিনিধি/পত্রিকা একাত্তর

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news