আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম জানিয়েছেন, চারবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন, যার মধ্যে দুবার সফলও হয়েছেন। তবে দেশের বর্তমান পরিস্থিতিতে নির্বাচন করা সম্ভব না বলে মনে করেন তিনি। তাই রাজনীতিতে তিনি সরে এসেছেন এবং আর কখনও ফিরে আসবেন না।
শনিবার (১৭ মে) সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দুর্গা প্রসাদ এলাকায় একটি সেলুন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হিরো আলম বলেন, "আমি জনগণের জন্য আন্দোলন সংগ্রাম করেছি, ছাত্র আন্দোলন থেকে শুরু করে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছি। কিন্তু বিনিময়ে পেয়েছি লাঞ্ছনা, মাইর এবং ধিক্কার। আইনের আশ্রয় নিয়েও নিরাপত্তা পাইনি।"
তিনি আরও জানান, দেশের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে ক্ষমতা সেখানেই। তিনি ভেবেছিলেন পরিবর্তন আসবে, কিন্তু কোনো পরিবর্তন হয়নি। একদল যাচ্ছে, অন্য দল আসছে, আর জনগণের আস্থা হারিয়ে যাচ্ছে। তাই তিনি মনে করেন, বর্তমান পরিস্থিতিতে দেশের জন্য কিছু করা তার পক্ষে সম্ভব নয়।
হিরো আলম বলেন, "আমি মিডিয়ার মানুষ, মিডিয়াতেই থাকতে চাই। রাজনীতিতে আর কামব্যাক করব না। শিগগিরই ১০ জন মডেল নিয়ে মিডিয়ায় কাজ শুরু করব, এর মধ্যে ৫ জন ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছে।"তিনি তার কাজের মধ্যে থাকতেই আগ্রহী।