এবার পাইলটের দক্ষতায় প্রাণ বাঁচলো ২৯১ আরোহীর

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

২১ মে, ২০২৫, ৮ ঘন্টা আগে

এবার পাইলটের দক্ষতায় প্রাণ বাঁচলো ২৯১ আরোহীর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে। তবে পাইলট তৎক্ষণাৎ বিষয়টি টের পেয়ে বিমানটি সফলভাবে জরুরি অবতরণ করেন, যার ফলে পাঁচটি শিশুসহ ২৯১ জন যাত্রী নিরাপদে বেঁচে গেছেন।

মঙ্গলবার সকাল ৭টায় এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ।

টিকে৭১৩ ফ্লাইটটি (এয়ারবাস এ৩৩০-৩০৩) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৭টার দিকে ২৯০ জন যাত্রী নিয়ে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা দেয়। উড্ডয়নের মাত্র ১৫ মিনিটের মধ্যে পাইলট একটি ইঞ্জিনে স্পার্ক দেখতে পান এবং দ্রুত জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। বিমানটি আকাশে দেড় ঘণ্টা চক্কর দিয়ে সোয়া ৮টায় নিরাপদে অবতরণ করে।

পাইলট এবং এয়ারলাইন্স কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে, ইঞ্জিনে পাখির ধাক্কা লাগার কারণে এ সমস্যা দেখা দিয়েছে। বিমানের সব যাত্রী ও ক্রু নিরাপদে আছেন। মেরামতের জন্য কিছু সময় লাগবে, এবং যাত্রীদের আরাম ও বিশ্রামের জন্য নিকটবর্তী হোটেলগুলোতে থাকার ব্যবস্থা করা হয়েছে।

বিমানটিতে ছিল ১৯ জন বিজনেস ক্লাস, ২৫৬ জন ইকোনমিক ক্লাস যাত্রী, পাঁচজন শিশু এবং ১১ জন ক্রু।

এর আগে ১৬ মে কক্সবাজার থেকে ঢাকা আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে একটি চাকা খুলে পড়ার ঘটনা ঘটে, যেখানে পাইলটের দক্ষতায় নিরাপদে অবতরণ করা হয়। ওই ফ্লাইটে ৭১ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন।

ঢাকা জেলা প্রতিনিধি/পত্রিকা একাত্তর

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news