লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক উদ্ধারকৃত প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। মাদকবিরোধী কঠোর অবস্থান প্রদর্শনের লক্ষ্যে এই ধ্বংসযজ্ঞের আয়োজন করা হয়। মাদকদ্রব্য ধ্বংসের আগে ‘মাদককে না বলুন’ স্লোগানটি মাদকদ্রব্যের উপর লেখা হয়, যা উপস্থিত সবাইয়ের নজর কাড়ে।
বুধবার (২১ মে) বিকেলে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে বিজিবি প্রশিক্ষণ মাঠে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল সাব্বির আহমেদ, সেক্টর কমান্ডার ও বিজিবির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা বৃন্দ।
বিজিবি অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে ফেনসিডিল, গাঁজা, ইয়াবা এবং যৌন উত্তেজক ট্যাবলেটসহ নানা প্রকার মাদকদ্রব্য হাতুড়ি ও রোলার দিয়ে ভেঙে ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকদ্রব্যের মোট মূল্য প্রায় ৩ কোটি টাকা।
ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান বলেন, “মাদকবিরোধী আমাদের অবস্থান জিরো টলারেন্স। এই লড়াইয়ে সবার সহযোগিতা অত্যন্ত জরুরি। সম্মিলিত প্রচেষ্টায় আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিশ্চিত করতে পারব। তাই সবাইকে এগিয়ে আসতে হবে।”
এ অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিরা, সুশীল সমাজের সদস্য, স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বিজিবির এই উদ্যোগকে এলাকাবাসী ও শিক্ষার্থীরা প্রশংসা ও সাধুবাদ জানিয়েছেন।
লালমনিরহাট জেলা প্রতিনিধি/পত্রিকা একাত্তর