অনলাইন টকশোতে অশ্লীল শব্দচয়ন: উপস্থাপিকা তমা রশিদকে লিগ্যাল নোটিশ পাঠালো সুপ্রিম কোর্টের আইনজীবী
অনলাইন ইউটিউব চ্যানেল ‘ফ্ল্যাশটক’-এর টকশোতে অশ্লীল ভাষায় কথা বলায় উপস্থাপিকা তমা রশিদকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
রোববার (১৮ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ওবাইদুল্যাহ আল মামুন সাকিব এ নোটিশ পাঠিয়েছেন।
নোটিশে বলা হয়েছে, ‘ফ্ল্যাশটক’ চ্যানেলের বিনোদনমূলক টকশোতে অভিনেতা-অভিনেত্রীদের বিভিন্ন সময় ইন্টারভিউ করা হয়। কিন্তু এসব অনুষ্ঠানে তমা রশিদ আকারে-ইঙ্গিতে অশ্লীল শব্দ ব্যবহার করেছেন, যা ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং পরিবারের পাশাপাশি সমাজে বিরূপ প্রভাব ফেলেছে। এর ফলে সামাজিক, পারিবারিক, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং এর ভয়াবহ প্রভাব হতে পারে।
নোটিশে তমা রশিদকে অনুরোধ করা হয়েছে, শালীনতা ও নৈতিকতার পরিপন্থি সমস্ত কন্টেন্ট ও ভিডিও ৩ দিনের মধ্যে অপসারণ করবেন এবং ভবিষ্যতে এ ধরনের অশ্লীল, নৈতিকতা-বিবর্জিত ও সামাজিক অবক্ষয় সৃষ্টি করার কোনো কাজ থেকে বিরত থাকবেন। নতুবা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।