ঢাকা মহানগর দক্ষিণ প্রতিনিধি/পত্রিকা একাত্তর

">

বরিশালের ১২ বিএনপি নেতার পদ স্থগিত

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

২১ মে, ২০২৫, ৮ ঘন্টা আগে

বরিশালের ১২ বিএনপি নেতার পদ স্থগিত

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবি করেছেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের নেতা ইশরাক হোসেন। তিনি বলেন, ষড়যন্ত্রমূলকভাবে তাদের বিরুদ্ধে অপবাদ দেওয়া হচ্ছে।

বুধবার (২১ মে) রাজধানীর কাকরাইল হেয়ার রোড এলাকায় সমর্থক ও আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে এসে এই দাবি জানান ইশরাক। গত এক সপ্তাহ ধরে তার সমর্থকরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে ইশরাক হোসেনের শপথ গ্রহণের দাবিতে আন্দোলন করছেন।

ইশরাক হোসেন বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান এবং তাদের সিদ্ধান্ত মানতে হবে। তিনি অভিযোগ করেন, সরকারের কিছু অংশ বিএনপির নির্বাচনে বাধা দিতে ষড়যন্ত্র করছে এবং বিচার বিভাগেও হস্তক্ষেপ করা হচ্ছে।

তিনি আরও বলেন, “মেয়র পদ নিয়ে চিন্তা করি না, আমি চাই সবাই জানুক সরকার নিরপেক্ষ নয়। মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার উচিত অবিলম্বে পদত্যাগ করা।”

ইশরাক হোসেন সমাবেশের শেষে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং তারা আর পেছনে ফিরে যাবে না।

ঢাকা মহানগর দক্ষিণ প্রতিনিধি/পত্রিকা একাত্তর

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news