ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

২১ মে, ২০২৫, ৮ ঘন্টা আগে

ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে আলতাফুর রহমান (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে) দুপুরে উপজেলার লেহেম্বা ইউনিয়নের গাংগুয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

মৃত আলতাফুর রহমান গাংগুয়া গ্রামের ভুবন আলীর ছেলে। লেহেম্বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ঘটনার দিন দুপুরে আলতাফুর বাড়ির পাশে মাঠে ধান কাটছিলেন। হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বিদ্যুৎ চমকাতে শুরু করলে তিনি ধানের বোঝা মাথায় নিয়ে বাড়ির দিকে ফিরছিলেন। এ সময় বজ্রপাতের শিকার হয়ে তার মাথার কিছু অংশ এবং শরীর ঝলসে যায়, যা গুরুতর আঘাতের কারণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি/পত্রিকা একাত্তর

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news