কাশিমপুর কারাগারে নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১৯ মে, ২০২৫, ১ day আগে

কাশিমপুর কারাগারে নুসরাত ফারিয়া

অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হেফাজতে নেওয়া হয়েছে

অভিনেত্রী নুসরাত ফারিয়াকে সোমবার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে পুলিশ প্রহরায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মহিলা কারাগারে স্থানান্তর করা হয়েছে। বিষয়টি কারাগারের মহিলা জেল সুপার কাওয়ালিন্নাহার নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর আড়াইটার দিকে একটি প্রিজনভ্যানে করে নুসরাতকে কাশিমপুর মহিলা কারাগারে আনা হয়।

এর আগে, ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া নুসরাত ফারিয়াকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রোববার (১৮ মে) দুপুরে নুসরাতকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করে। তিনি থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট থেকে আটক হন।

নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ভাটারা থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। তিনি ৯ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত দেশের বাইরে ছিলেন। এই মামলাটি জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় দায়ের করা হয়।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news