ব্যারিস্টার সুমনকে জামিন দিতে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

২১ মে, ২০২৫, ৮ ঘন্টা আগে

ব্যারিস্টার সুমনকে জামিন দিতে হাইকোর্টের রুল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর খিলগাঁও ও আদাবর থানায় পৃথক দুটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন।

বুধবার (২১ মে) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল ঘোষণা করেন। আগামী দুই সপ্তাহের মধ্যে সরকারের পক্ষ থেকে রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানানো হয়েছে ব্যারিস্টার সুমনের আইনজীবী tarafından।

রুলের শুনানি চলাকালে ব্যারিস্টার এম লিটন আহমেদ সুমনের জামিন আবেদনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। এছাড়া উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও ব্যারিস্টার খুররম শাহ মুরাদ।

ঢাকা জেলা প্রতিনিধি/পত্রিকা একাত্তর

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news