রাজশাহী মহানগর বিএনপির রাজপাড়া থানা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক রুবেলকে (রবিউল আলম) ঠিকাদারি নিয়ে দ্বন্দ্বের ফাঁস হওয়া ফোনালাপ ও চাঁদা দাবিসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে দলের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২১ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট এরশাদ আলী ঈশা জানান, বহিষ্কৃত ব্যক্তির নাম মাহমুদুল হক রুবেল হলেও বিজ্ঞপ্তিতে ‘রবিউল আলম’ নামটি ভুল উল্লেখ হয়েছে। তিনি বলেন, দলের শৃঙ্খলা পরিপন্থী যে কাউকে ছাড় দেওয়া হবে না।
ফোনালাপ ফাঁস হওয়া ঘটনায় জানা গেছে, রাজশাহী ও নওগাঁর দুই সাবেক বিএনপি নেতা ও ছাত্রদল নেতার মধ্যে মোবাইল ফোনে প্রায় ১০ মিনিটের কথোপকথনে মাহমুদুল হক রুবেল নওগাঁর শাহজাহান আলীকে চাঁদা দাবির জন্য হুমকি ও গালাগাল করেন।
ঘটনার সূত্রপাত ছিল সড়ক ও জনপথ বিভাগের বৃক্ষপালনবিদ কার্যালয়ের দরপত্র প্রক্রিয়া নিয়ে। নওগাঁর শাহজাহান আলী রাজশাহীর বিভিন্ন স্থানে সরকারি গাছ বিক্রির ৯টি লটের মধ্যে দুটি কাজ পেয়েছেন প্রায় ছয় লাখ টাকায়। মাহমুদুল হক দাবি করেন, তিনি কাজের লভ্যাংশ বা চাঁদা দাবি করার জন্য শাহজাহানকে ফোন করেন।
রাজশাহী জেলা প্রতিনিধি/পত্রিকা একাত্তর