ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বজুড়ে দ্রুতগতির ইন্টারনেট সেবা প্রদান করে আসছে, যা এখন থেকে বাংলাদেশেও কার্যক্রম শুরু করেছে।
স্টারলিংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আগ্রহীরা তাদের ব্যক্তিগত তথ্য দিয়ে নির্ধারিত খরচ পরিশোধ করে সরাসরি ইন্টারনেট সেবা অর্ডার করতে পারবেন।
অর্ডার করার পদ্ধতি:
প্রথমে স্টারলিংকের ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ঠিকানা বা কারেন্ট লোকেশন সিলেক্ট করতে হবে। এরপর পছন্দমতো প্যাকেজ বেছে নিয়ে পেমেন্ট অপশন থেকে স্থানীয় ব্যাংকের কার্ড ব্যবহার করে পেমেন্ট সম্পন্ন করতে হবে।
অর্ডারের জন্য ফটো আইডির কপি জমা দিতে হবে এবং তিন থেকে চার সপ্তাহের মধ্যে রাউটার ও অন্যান্য যন্ত্রাংশ নির্ধারিত ঠিকানায় পৌঁছে যাবে।
স্টারলিংকের স্ট্যান্ডার্ড কিটের মূল্য ৪৭,০০০ টাকা এবং শিপিং চার্জ ২,৮০০ টাকা, মোট ৪৯,৮০০ টাকা। এছাড়া পিভট মাউন্ট, ওয়াল মাউন্ট ও পাইপ অ্যাডাপ্টর আলাদাভাবে কিনতে পারবেন, যার দাম যথাক্রমে ৬,৭০০, ৫,৯০০ ও ২,৬০০ টাকা।
সংযোগ চালুর পর প্রতি মাসে নির্বাচিত প্যাকেজ অনুযায়ী অর্থ প্রদান করতে হবে।
ঢাকায় বসবাসকারী ফ্রিল্যান্সার মো. রাশেদুল ইসলাম চৌধুরী জানান, “খিলগাঁও থেকে আমি খুব সহজেই মাত্র তিন মিনিটে স্টারলিংকের জন্য অর্ডার দিতে পেরেছি।”