হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে ক্ষুব্ধ কুমিল্লার বিএনপি নেতারা

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

১৯ মে, ২০২৫, ১ day আগে

হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে ক্ষুব্ধ কুমিল্লার বিএনপি নেতারা

বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়ার দাবি: এনসিপির হাসনাত আব্দুল্লাহর মানসিক চিকিৎসার প্রয়োজন

কুমিল্লা প্রেস ক্লাবে সোমবার (১৯ মে) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া দাবি করেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ‘আওয়ামী লীগের টাকায় বিএনপির রাজনীতি চলে’ মন্তব্য অত্যন্ত শিশুসুলভ এবং রাজনৈতিক অপরিপক্বতার পরিচয় বহন করে। তিনি বলেন, হাসনাতের এ ধরনের বক্তব্য থেকে বোঝা যায় তার মানসিক চিকিৎসার প্রয়োজন।

অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেন, “কুমিল্লায় বিএনপির জন্য যারা কাজ করছেন, তারা যেমন অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, তেমনই এখানে রাজনৈতিক সহনশীলতার দরকার। অন্য দলের নেতাকর্মীদের সম্মান দেওয়া উচিত। হাসনাত আব্দুল্লাহর এ বক্তব্যে কুমিল্লার বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ এবং তিনি যদি তার বক্তব্য প্রত্যাহার না করেন, তবে কুমিল্লার শান্তি বজায় রাখা কঠিন হবে।”

তিনি আরও উল্লেখ করেন, “হাসনাত বর্তমানে কিংস পার্টির মুখপাত্র, যাকে আমরা রাজার পার্টি বলি। তার মতো ব্যক্তিদের দ্বারা পরিশীলিত রাজনীতি সম্ভব নয়। অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের নেতাদের রাজনীতির মাঠে নামিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। সরকারের উচিত তাদের রাজনীতির মাঠ থেকে সরিয়ে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজন করা।”

অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেন, “জুলাই-আগস্ট বিপ্লবে বিএনপি ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমাদের চেয়ারম্যান তারেক রহমান সবসময় আন্দোলনের মাঠে কাজ করার নির্দেশ দিয়েছেন। কুমিল্লা এ বিপ্লবে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে।”

সংবাদ সম্মেলনে বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াছিন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৬ মে কুমিল্লা শিল্পকলা একাডেমির হলরুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে অনুষ্ঠিত জুলাই সম্মেলনে এনসিপির হাসনাত আব্দুল্লাহ ‘বিএনপির রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে’ মন্তব্য করেন, যা ব্যাপক বিতর্কের সৃষ্টি করে। এর জবাবে কুমিল্লা বিভাগীয় বিএনপি আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করে।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news