জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে তার দল থেকে। ধানমন্ডি থানায় এক ঘটনার পর তিনজনকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনার ঘটনাকে কেন্দ্র করে এই নোটিশ দেওয়া হয়েছে। আব্দুল হান্নান মাসউদকে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
গত ১৯ মে রাতে, ধানমন্ডি থানার আওতাভুক্ত একটি আবাসিক এলাকায় "সমন্বয়ক" পরিচয়ে তিনজন ব্যক্তির বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পুলিশ তাদের আটক করে। পরে, এই তিনজনের জামিন প্রক্রিয়া চলাকালে, আব্দুল হান্নান মাসউদ সংশ্লিষ্ট থানায় উপস্থিত হয়ে তাদের মুচলেকা প্রদান করেন এবং জামিন করিয়ে দেন। এনসিপির পক্ষ থেকে এই ঘটনায় প্রশ্ন ওঠে এবং সমালোচনা সৃষ্টি হয়।
নোটিশে বলা হয়েছে, ঐ তিনজনের একজনকে, মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিকে, নৈতিকতা বিষয়ক কারণে অব্যাহতি দেওয়া হয়। এরপরেও হান্নান মাসউদ তাদের ছাড়িয়ে আনার পদক্ষেপ নেন। এর পরিপ্রেক্ষিতে এনসিপি তাকে ব্যাখ্যা দেওয়ার জন্য শৃঙ্খলা কমিটির কাছে লিখিতভাবে উপস্থাপন করার নির্দেশনা দিয়েছে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে ধানমন্ডি থানার ওসির সঙ্গে পুলিশ কর্মকর্তাদের বাগবিতণ্ডায় যুক্ত হওয়ার দৃশ্য দেখা যায়। পরে, ধানমন্ডি থানা পুলিশ তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়।