">

আসিফ-মাহফুজকে পদত্যাগের আহ্বান ইশরাকের

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

২১ মে, ২০২৫, ৯ ঘন্টা আগে

আসিফ-মাহফুজকে পদত্যাগের আহ্বান ইশরাকের

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে অন্তর্বর্তীকালীন সরকারের সকল দায়িত্ব থেকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই আহ্বান জানান।

ইশরাক হোসেন বলেন, “গণতান্ত্রিক ভাষায় এবং রাজনৈতিক শিষ্টাচার মেনে, যৌক্তিক কারণে, আমি উনাদের পদত্যাগের দাবি করছি। কেননা, এটি স্পষ্ট যে তারা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত এবং হয়তো ভবিষ্যতে সরাসরি রাজনীতিতে যুক্ত হবেন, এবং নির্বাচন করবেন। যদি তারা নির্বাচন করতে চান, তবে তাদের পদত্যাগ করাই সঠিক পদক্ষেপ।”

তিনি আরও বলেন, "আপনাদের যদি পদত্যাগ করা হয়, তবে বর্তমান সরকারের নিরপেক্ষতার ইমেজ বৃদ্ধি পাবে।" তিনি উল্লেখ করেন, রাজনীতি করে অভিজ্ঞতা অর্জন করার মাধ্যমে ভবিষ্যতে দেশের জন্য আরও ভালো কিছু করতে পারবেন তারা।

এছাড়া ইশরাক হোসেন জানান, রাজনীতি করতে গেলে ক্ষমতা নিয়ে কাজ করা সম্ভব নয়, এবং যারা ক্ষমতার জন্য কাজ করবেন, তাদেরকে দলের সদস্যদের বিশেষ সুবিধা দিতে হবে। তিনি বলেন, “এটা থেকে বিরত থাকার কিংবা নিরপেক্ষ থাকার কোনো সম্ভাবনা নেই।”

ইশরাক আরও বলেন, "আপনাদের পদত্যাগের দাবি থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। যদি রাজনীতি করতে চান, তাহলে জনগণের কাছে গিয়ে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করুন, কিন্তু ক্ষমতার লোভে অধিকার লাভের চেষ্টা করা দেশের জন্য ক্ষতিকর।"

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news