ডিবি কার্যালয়ে নুসরাত ফারিয়া, চলছে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

১৮ মে, ২০২৫, ২ দিন আগে

ডিবি কার্যালয়ে নুসরাত ফারিয়া, চলছে জিজ্ঞাসাবাদ

হযরত শাহজালাল বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়া আটক, ডিবি কার্যালয়ে চলছে জিজ্ঞাসাবাদ

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। তাকে প্রথমে ভাটারা থানায় নেওয়া হয়, পরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে সেখানে তার বিরুদ্ধে জিজ্ঞাসাবাদ চলছে।

রোববার (১৮ মে) বিকেলে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি-উত্তর) রবিউল হোসেন ভুঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল চারটার দিকে নুসরাত ফারিয়াকে ভাটারা থানা থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং তার জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এর আগে, একই দিন দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ নায়িকাকে আটক করে এবং ভাটারা থানায় হস্তান্তর করে।

জানা গেছে, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টার অভিযোগে ভাটারা থানায় মামলা রয়েছে। মামলায় তার নাম উল্লেখ করা হয়েছে আওয়ামী লীগের অর্থ সরবরাহকারী হিসেবে, যারা আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিল।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news