ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চবির নিরাপত্তা প্রধান বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

২১ মে, ২০২৫, ৯ ঘন্টা আগে

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চবির নিরাপত্তা প্রধান বরখাস্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নিরাপত্তা প্রধান মোহাম্মদ গোলাম কিবরিয়া ঘুষ নেওয়ার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) দুপুরে অস্থায়ী নিয়োগের নামে ঘুষ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

ভিডিওতে দেখা যায়, গোলাম কিবরিয়া চবির অগ্রণী ব্যাংকে একজন ব্যক্তির সঙ্গে গিয়ে নগদ এক লাখ টাকা গ্রহণ করেন। এরপর তিনি আরও এক লাখ টাকা নিয়ে দর কষাকষি করেন এবং জানান, দুই লাখ টাকা না দিলে সেই ব্যক্তি ঠকবেন। এই ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই কর্তৃপক্ষ পদক্ষেপ নেয়।

জানা যায়, গোলাম কিবরিয়া 'জেরিন গ্রুপ' নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ফরিদের সাথে চুক্তি অনুযায়ী নিরাপত্তা দপ্তরে অস্থায়ী নিয়োগের কথা বলে বেশ কয়েকজনের কাছ থেকে টাকা নেন।

এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে গোলাম কিবরিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রেজিস্ট্রার জানান, "অবৈধ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে, তাই তাকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা এই ঘটনার তদন্ত করবে।"

তদন্ত কমিটিতে পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক রেজাউল আজিমকে রাখা হয়েছে। তিনি তদন্ত শেষে প্রতিবেদন জমা দেবেন এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে গোলাম কিবরিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news