যুক্তরাজ্য থেকে বড় ধাক্কা খেল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

২১ মে, ২০২৫, ৯ ঘন্টা আগে

যুক্তরাজ্য থেকে বড় ধাক্কা খেল ইসরায়েল

যুক্তরাজ্য সরকার গাজায় ইসরায়েলের সামরিক আচরণের জেরে দেশটির সঙ্গে নতুন মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিতের ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্তের পেছনে গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ ও সামরিক অভিযান এবং ফিলিস্তিনিদের ওপর আক্রমণকে দায়ী করা হয়েছে। এ সময় গাজায় হামলার কারণে শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ত্রাণ প্রবাহে বাধার কারণে ব্যাপক দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে।

ব্রিটিশ পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি জানান, যুক্তরাজ্য ইসরায়েলের ওপর পশ্চিম তীরে অবৈধ বসতিগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করবে এবং ইসরায়েলের রাষ্ট্রদূত সিপি হোটোভেলিকে পররাষ্ট্র দপ্তরে তলব করা হয়েছে। তিনি ইসরায়েলের তীব্র সমালোচনা করে বলেন, গাজায় শিশুদের দুর্ভোগের মাত্রা অসহনীয় এবং যুদ্ধবিরতির আহ্বান জানান।

এছাড়া যুক্তরাজ্য পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধির প্রেক্ষিতে পদক্ষেপ নেওয়ার কথা বলেছে। ইসরায়েলের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি, ব্রিটিশ সরকার পূর্ববর্তী নিষেধাজ্ঞাগুলির ওপর আরও পদক্ষেপ নিয়েছে।

যুক্তরাজ্য সরকারের এই পদক্ষেপের পর, ইসরায়েল এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, এই পদক্ষেপ অযৌক্তিক এবং দুঃখজনক।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news