">

ইশরাককে শপথ না পড়ালে আন্দোলন অন্যভাবে রূপ নেবে : সালাহউদ্দিন

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

২০ মে, ২০২৫, ১ day আগে

ইশরাককে শপথ না পড়ালে আন্দোলন অন্যভাবে রূপ নেবে : সালাহউদ্দিন

সিলেট নগরীর শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে সোমবার (১৯ মে) বিকেলে অনুষ্ঠিত সিলেট বিভাগে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, যদি দ্রুত প্রক্রিয়ায় মেয়র ইশরাক হোসেন শপথ না নেন, তাহলে চলমান আন্দোলন অন্য মাত্রা নিতে পারে।

তিনি বলেন, সরকারকে সহযোগিতা করতে সর্বদা প্রস্তুত থাকলেও তা মানে এই নয় যে, সরকার যা ইচ্ছা তাই করবে এবং আমরা তা মেনে নেব। তাই তিনি সরকারের প্রতি আহ্বান জানান, অতি অল্প সময়ের মধ্যে, সম্ভব হলে আজ রাত অথবা আগামীকালই ইশরাক হোসেনের শপথ গ্রহণ নিশ্চিত করতে হবে। না হলে ঢাকার এই আন্দোলন কেন্দ্র করে আরও বৃহত্তর আন্দোলন শুরু হতে পারে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আদালতের রায়ে যিনি মেয়র নির্বাচিত হয়েছেন এবং যার নামে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে, তাকে শপথ গ্রহণ করানো উচিত। কিন্তু তার শপথ গ্রহণে বাধা দেওয়া হলে তা আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করবে। তিনি প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেন, দ্রুত জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করলে দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে এবং অর্থনীতি ও ব্যবসায় উন্নতি হবে।

তিনি আরও অভিযোগ করেন, প্রধান উপদেষ্টার কিছু উপদেষ্টা দেশের অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় এবং তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার ভুল পথে এগুচ্ছে এবং গণতন্ত্রের বিপরীত কাজ করছে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপি দেশের গণতান্ত্রিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিএনপি না থাকলে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হতো না এবং তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চালু হতো না।

তিনি তরুণ প্রজন্মকে বিএনপির আদর্শ সম্পর্কে জানাতে ও দলের সদস্য হতে উৎসাহিত করেন। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মূল্যায়ন ও নেতৃত্বের প্রতিযোগিতা অব্যাহত রাখার পরামর্শ দেন এবং বলেন, নেতৃত্ব নির্বাচনে সমন্বয় কমিটিগুলো গুরুত্বসহকারে কাজ করবে যাতে প্রতিহিংসার সৃষ্টি না হয়।

অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ এম. রাসেদুজ্জামান মিল্লাত, চেয়ারম্যানের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালিক, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, শাম্মী আক্তার, এম নাসের রহমান প্রমুখ।

সিলেট জেলা ও মহানগর, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news