বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার কড়া সমালোচনা: এনসিপির মুখপাত্র হাসনাত আবদুল্লাহর বক্তব্য ‘শিশুসুলভ’
কুমিল্লায় সোমবার (১৯ মে) বিকেলে এক সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এনসিপির মুখপাত্র হাসনাত আবদুল্লাহর বক্তব্যকে ‘শিশুসুলভ’ এবং ‘অপরিপক্ব’ উল্লেখ করে তীব্র সমালোচনা করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, “১৬ মে এনসিপির মুখপাত্র হাসনাত আবদুল্লাহ কুমিল্লা বিএনপির নেতাকর্মীদের নিয়ে যে মন্তব্য করেছেন যে তারা ‘আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে’, তা আমাদের মর্মাহত করেছে। হাসনাত আবদুল্লাহর এ বক্তব্য শিশু সুলভ এবং রাজনীতিতে অপরিপক্বতার পরিচায়ক। তার এমন বক্তব্য দেওয়ার জন্য তার মানসিক চিকিৎসার প্রয়োজন।”
অধ্যক্ষ সেলিম আরো বলেন, “কিংস পার্টি নামে পরিচিত এনসিপির মুখপাত্র হিসেবে হাসনাত এমন বক্তব্য দেওয়া উচিত নয়। অন্তর্বর্তী সরকারের উচিত এদের রাজনীতির মাঠ থেকে সরিয়ে সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজন করা।”
তিনি উল্লেখ করেন, “জুলাই-আগস্ট বিপ্লবে কুমিল্লায় বিএনপি ঐতিহাসিক ভূমিকা পালন করেছে এবং জীবন বাজি রেখেছে। তাই হাসনাত যদি তার বক্তব্য প্রত্যাহার না করে এবং ক্ষমা না চায়, তাহলে সে কুমিল্লায় কোনো মিটিং-মিছিল করতে পারবে না। কেন্দ্রীয় বিএনপির কাছে তার ক্ষমা চাইতে হবে। আমরা তাকে ক্ষমা চাওয়ার এক সপ্তাহের সময় দিয়েছি।”
বক্তব্য প্রত্যাহার না হলে নেতাকর্মীদের শান্ত রাখা কঠিন হবে বলেও সতর্ক করেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, যুগ্ম-আহ্বায়ক আমিরুজ্জামান আমির প্রমুখ।