গাজায় লাগামহীন ইসরায়েলি হামলা, নিহত ৫৩ হাজার ৬০০ ছুঁই ছুঁই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

২১ মে, ২০২৫, ৮ ঘন্টা আগে

গাজায় লাগামহীন ইসরায়েলি হামলা, নিহত ৫৩ হাজার ৬০০ ছুঁই ছুঁই

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের চালানো ভয়াবহ সামরিক অভিযানে গাজা ভূখণ্ডে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫৩ হাজার ৫৭৩ জনে পৌঁছেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় আরও ৮৭টি মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল পাঠানো হয়েছে। এছাড়া, নতুন করে ২৯০ জন আহত হয়েছেন, ফলে মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২১ হাজার ৬৮৮ জনে।

তবে, বহু মৃতদেহ এখনও ধ্বংসস্তূপ এবং রাস্তার পাশে পড়ে আছে, তবে টানা হামলা এবং রাস্তা বন্ধ থাকার কারণে উদ্ধারকারী দলগুলো সেখানে পৌঁছাতে পারছে না।

১৮ মার্চ যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের সমঝোতা ভেঙে ইসরায়েল গাজায় পূর্ণমাত্রায় হামলা শুরু করে। এরপর থেকে, এই সময়ে আরও ৩ হাজার ৪২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৯ হাজার ৬৪৭ জন আহত হয়েছেন।

ইতোমধ্যে, গত বছর নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এছাড়া, ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) একটি মামলা এখনও চলমান রয়েছে, যেখানে প্রধান আবেদনকারী দেশ হচ্ছে দক্ষিণ আফ্রিকা।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news