চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

২১ মে, ২০২৫, ৯ ঘন্টা আগে

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিনজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতে তিন জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) সন্ধ্যার পর এই বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলেন:

  • মোঃ খাইরুল ইসলাম (৪৫), চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরমোহনপুর এলাকার মেঘু মন্ডলের ছেলে।
  • তাজবুল ইসলাম (৪৭), শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের সুন্দরপুর এলাকার বিশারত আলী ওরফে বিশু হাজীর ছেলে।
  • জালাল উদ্দিন কালু (৭০), শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের বেলাল উদ্দিনের ছেলে।

পুলিশের সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে নিহত হন মোঃ খাইরুল ইসলাম। পরে তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা এলাকায় গরু নিয়ে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে নিহত হন তাজবুল ইসলাম, এবং সেই সময় তার তিনটি গরুও মারা যায়। এছাড়া, ছত্রাজিতপুর ইউনিয়নের দোরশিয়া গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন জালাল উদ্দিন কালু।

শিবগঞ্জ উপজেলার চেয়ারম্যান মোঃ গোলাম রব্বানী জানান, জালাল উদ্দিন কালু মারা যাওয়ার পর তার মরদেহ বাড়িতে রাখা হয় এবং জানাজার নামাজ সকালেই অনুষ্ঠিত হবে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ও গোলাম কিবরিয়া জানান, পৃথক বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাছমিনা খাতুন বলেন, নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news