ময়মনসিংহে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে বিয়ে করা প্রতারক গ্রেপ্তার, ৪ জনের বিরুদ্ধে মামলা
ময়মনসিংহে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে এক মেয়েকে বিয়ে করার ঘটনায় ৪ প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি টয়োটা গাড়ি, নগদ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
ময়মনসিংহের মুক্তাগাছায় সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে একটি মেয়েকে ফাঁদে ফেলে বিয়ে করার পর আসামিরা নিজেদের পরিচয় গোপন করার চেষ্টা করেন। তবে শ্বশুরবাড়ির সদস্যদের সন্দেহের কারণে বিষয়টি সামনে আসে এবং তারা ময়মনসিংহ ও ঢাকা ক্যান্টনমেন্টে যোগাযোগ করে মেজর পরিচয় নিয়ে বিভ্রান্তি খতিয়ে দেখতে শুরু করেন।
র্যাব-১৪ এর অধিনায়ক মো. নয়মুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন এবং জানান, গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মাহিন হোসেন (৩১), মো. ইউসুফ হোসেন (৩৫), মো. মোর্শেদ (৩৫) এবং মো. মনির হোসেন (৩২)।
এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে র্যাব আজ ভোরে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। বর্তমানে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।