পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (PTI) প্রতিষ্ঠাতা ইমরান খানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এক্স (প্রাক্তন টুইটার) ব্লক করেছে ভারত। একই সঙ্গে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং পিপিপির প্রধান বিলাওয়াল ভুট্টো-জারদারির এক্স অ্যাকাউন্টও ব্লক করা হয়েছে। জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, ভারত সরকার ৫ মে রোববার এ খবর নিশ্চিত করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়, ভারতীয় সীমানায় এই দুই নেতার এক্স প্রোফাইলে প্রবেশ করলে একটি বার্তা প্রদর্শিত হয়, যেখানে লেখা রয়েছে, “আইনি নির্দেশনার কারণে এই অ্যাকাউন্ট ভারতে বন্ধ করা হয়েছে।”
পাকিস্তানের পিপিপি এই পদক্ষেপের নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছে, পেহেলগাম হামলায় বিলাওয়ালের “স্পষ্ট ও সাহসী অবস্থানের” জবাব হিসেবে ভারত এই পদক্ষেপ নিয়েছে। পিপিপির মুখপাত্র আরও দাবি করেছেন, বিলাওয়াল এই হামলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অস্বস্তিতে ফেলে দিয়েছেন এবং তিনি মোদির বিরুদ্ধে বক্তব্য দিতে থাকবেন।
এছাড়া, ২২ এপ্রিল পেহেলগাম হামলার পর থেকে ভারত পাকিস্তানি সরকারের বিভিন্ন দপ্তর, সংবাদমাধ্যম, কনটেন্ট ক্রিয়েটর, চলচ্চিত্র তারকা, ক্রীড়াবিদ, এবং সাংবাদিকদের একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করেছে। এর মধ্যে ইউটিউব, এক্স, এবং ইনস্টাগ্রামের অ্যাকাউন্টগুলো রয়েছে।