ভোলার তজুমদ্দিনে বিএনপি কমিটি নিয়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, ২৫ জন আহত
ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে বিএনপি কমিটি গঠনকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে গুরুতর আহতদের ভোলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এ ঘটনাটি সোমবার বিকেল ৫টার দিকে চাঁদপুর ফাজিল মাদ্রাসা মাঠে ঘটে, যেখানে উপজেলা বিএনপি চাঁদপুর ইউনিয়ন কমিটির সম্মেলন আয়োজন করেছিল। সম্মেলনে সভাপতি পদ প্রত্যাশী জাহিদুল ইসলাম দিদার ও অরবিন্দু দে টিটুর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির পর উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে গিয়ে তারা ধাওয়া পাল্টা ধাওয়া, ইট-পাটকেল, চেয়ার নিক্ষেপ এবং লাঠিসোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সভাপতি পদপ্রত্যাশী অরবিন্দু দে টিটু অভিযোগ করেন, "আমি দীর্ঘদিন ধরে এই ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। জাহিদুল ইসলাম দিদারের জনসমর্থন না থাকার কারণে সে আমাদের সমর্থকদের উপর হামলা করেছে, যার ফলে অন্তত অর্ধশতাধিক সমর্থক আহত হয়েছেন।"
এদিকে, জাহিদুল ইসলাম দিদারকে এ বিষয়ে জানতে চাইলে তাকে পাওয়া যায়নি।
তজুমদ্দিন থানার ওসি বলেন, "এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।"