হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

৫ মে, ২০২৫, ৩ ঘন্টা আগে

হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন খালেদা জিয়া

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছালেন খালেদা জিয়া

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

সোমবার (৫ মে) বাংলাদেশ সময় রাত পৌনে ৮টার দিকে তিনি হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। এর আগে, লন্ডনে তারেক রহমানের বাসা থেকে সফরসঙ্গীসহ বিমানবন্দরের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া।

লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর সোমবার (৫ মে) স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিট) খালেদা জিয়া ঢাকার উদ্দেশে রওনা হন। তিনি কাতারের আমিরের দেওয়া 'এয়ার অ্যাম্বুলেন্সে' রওনা হন। মঙ্গলবার (৬ মে) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন এবং বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের বাসা 'ফিরোজা'য় উঠবেন।

ঢাকায় খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার খবর জানার পর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তাকে রাজকীয় বিশেষ বিমান পাঠান। ওই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ৮ জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া এবং এবার সেই বিশেষ বিমানেই লন্ডন থেকে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news