গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে তার নিজ এলাকা কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ মে) রাত সাড়ে ৮টার দিকে দেবিদ্বারের পৌর সদরে এই বিক্ষোভ মিছিল হয়।
জাতীয় নাগরিক পার্টি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই বিক্ষোভের আহ্বান জানায়। তাদের ডাকে সাড়া দিয়ে বিক্ষোভে শত শত শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বিক্ষোভকারীরা ‘হাসনাতের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘হাসনাতের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’—এমন স্লোগান দেয়। এছাড়া মশাল হাতে প্রতিবাদ জানাতে দেখা যায় তাদের। বিক্ষোভ মিছিলটি দেবিদ্বারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।