ইউনূস সরকারের সফলতা কী কী, বুঝতে পারছেন না রাশেদ!

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

৫ মে, ২০২৫, ৪ ঘন্টা আগে

ইউনূস সরকারের সফলতা কী কী, বুঝতে পারছেন না রাশেদ!

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান মন্তব্য করেছেন, "এই সরকারের সফলতা আসলে কী কী, আমি এখনো বুঝে উঠতে পারছি না।"

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি সরকারের বিভিন্ন পদক্ষেপ এবং তার ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। পোস্টে তিনি বলেন, "অন্তর্বর্তী সরকারের অর্জন বলতে এতটুকুই দেখছি, আওয়ামী লীগের প্রতি সরকারের সহমর্মিতা বাড়ছে, আওয়ামী লীগের ডামি এমপিরা জামিন পাচ্ছে, গ্রেফতার হচ্ছে না এবং দল হিসেবে আ. লীগও নিষিদ্ধ হচ্ছে না।" তিনি আরও অভিযোগ করেন যে, সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের আইনে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার দায়ে বিচারের বিধান বাদ দিয়েছে এবং নারী সংস্কার কমিশনের প্রস্তাবনায় সমাজে অনৈক্য ও বিশৃঙ্খলা বাড়াতে সক্ষম হয়েছে।

রাশেদ খান বলেন, "আগের তুলনায় আওয়ামী লীগ আরও শক্তিশালী হয়েছে, ঝটিকা মিছিলের পরিমাণ বেড়েছে, এবং বিদেশিরা তাদের জন্য লবিং করছে।" তিনি মন্তব্য করেন, "সরকারের উপদেষ্টারা সাবের-মান্নানদের জামিনে সহযোগিতা করতে শুরু করেছে।"

ড. মুহাম্মদ ইউনূসের নিয়ে বক্তব্য দিয়ে রাশেদ খান আরও বলেন, "ড. মুহাম্মদ ইউনূস স্যার যখন বললেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, সেটি তাদের দলীয় সিদ্ধান্ত, তখন এই বক্তব্যের প্রতিবাদ করলে সুশীল সমাজ তার পক্ষে দাঁড়িয়ে যায়।" তিনি বলেন, "এরা নাকি রাষ্ট্রকে জবাবদিহিতামূলক করতে চায়, কিন্তু ড. ইউনূসের কোনো মন্তব্য নিয়ে প্রতিবাদ করা যাবে না।"

তিনি আরও বলেন, "ড. ইউনূস যখন একজন ব্যাংক কর্মকর্তাকে স্বাস্থ্য উপদেষ্টা বানিয়ে রাখেন এবং চট্টগ্রামকে প্রাধান্য দেন, তখন সেটি নিয়ে প্রতিবাদ করা যাবে না।" একই সঙ্গে তিনি সরকারের নানা উদ্যোগ যেমন বিজনেস সামিট, রোহিঙ্গা ফেরত পাঠানো এবং নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়ে প্রশ্ন তোলেন।

রাশেদ খান বলেন, "রমজানে নিত্যপণ্যের দাম সহনশীল রেখে ম্যাজিক দেখানোর কথা হলেও, রমজানের পরে মানুষের খাওয়াদাওয়া কি আর কমে গেল? বাজারের অবস্থা নিয়ন্ত্রণহীন, এটি কি বাণিজ্য উপদেষ্টা জানেন না?"

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news