খালেদা জিয়ার ছবি টানিয়ে জামায়াত কর্মীর দোকান দখল

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

৫ মে, ২০২৫, ৪ ঘন্টা আগে

খালেদা জিয়ার ছবি টানিয়ে জামায়াত কর্মীর দোকান দখল

পিরোজপুরে বিএনপির নেতৃত্বাধীন দলীয় কার্যালয় প্রতিষ্ঠা, সাইদুল শেখের দোকান ঘর দখলকে কেন্দ্র করে বিতর্ক

পিরোজপুরের নাজিরপুর উপজেলা বিএনপি দলের পক্ষ থেকে তারেক রহমানের নির্দেশনা অমান্য করার অভিযোগ উঠেছে। নাজিরপুরের রামনগর গ্রামের জামায়াত কর্মী সাইদুল শেখের দোকান ঘর দখল করে সেখানে শহীদ জিয়া, খালেদা জিয়া এবং তারেক জিয়ার ছবি টানিয়ে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের কার্যালয় হিসেবে ঘোষণা করা হয়েছে।

সাইদুল শেখ, যিনি এই দোকান ঘরের মালিক, জানান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক ইস্রাফিল হাওলাদার ও শেখ মাটিয়া ইউনিয়নের শ্রমিক দল সভাপতি ইজাবুল হাওলাদার (রিজু) তার দোকান দখল করে দলীয় প্রধানদের ছবি সম্বলিত বিলবোর্ড লাগিয়ে ওই স্থানকে দলীয় কার্যালয়ে পরিণত করেছেন। এই দখলদারি নিয়ে সাইদুল শেখ অভিযোগ করেন যে, দখলের সময় বিএনপি নেতারা তাকে মারধরও করেছেন।

এ ব্যাপারে ইস্রাফিল হাওলাদার জানান, সাংবাদিকদের প্রশ্নের উত্তর তিনি দেবেন না এবং নিজের ইচ্ছাতেই এ এলাকায় পরিস্থিতি পরিচালনা করবেন। একই প্রসঙ্গে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রিয়াজুল ইসলাম ফরাজী বলেন, তিনি শুনেছেন যে দোকান ঘর দখল করা হয়েছে এবং বিএনপির নেতাদের না জানিয়ে একটি কার্যালয় স্থাপন করা হয়েছে। তিনি জানান, বিষয়টি জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাদের জানানো হয়েছে।

এছাড়া, নাজিরপুর সদর ইউনিয়নের চালিতাবাড়ি ব্রিজ পেট্রোল পাম্পের সামনে অবস্থিত অ্যাডভোকেট হেমায়েত মৃধার দোকান ঘরও ৫ আগস্ট ২০২৪ তারিখে বিএনপি নেতা আতিয়ার ভূঁইয়া দখল করেছেন বলে অভিযোগ ওঠে। আতিয়ার ভূঁইয়া এই দখলদারির বিষয়টি নিশ্চিত করেছেন, তবে তিনি দাবি করেছেন যে এটি তাদের সম্পত্তি।

এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং স্থানীয় জনগণের মধ্যে বিভ্রান্তি ও আলোচনা চলছে।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news