‘মিনি আয়নাঘর’ ঘিরে চাঞ্চল্য, সেই চিকিৎসক রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

৫ মে, ২০২৫, ৪ ঘন্টা আগে

‘মিনি আয়নাঘর’ ঘিরে চাঞ্চল্য, সেই চিকিৎসক রিমান্ডে

সিরাজগঞ্জের রায়গঞ্জে নির্মাণাধীন একটি ভবনের নিচে গোপন ঘরে এক বৃদ্ধ ও এক নারীকে মাসের পর মাস আটকে রাখার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে গ্রাম্য চিকিৎসক নাজমুল ইসলাম আরাফাতকে। তাকে পুলিশ দুই দিনের রিমান্ডে নিয়েছে। এই ‘মিনি আয়নাঘর’ ঘিরে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (৪ মে) বিকেল ৪টার দিকে রায়গঞ্জ আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন, যদিও পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করেছিল।

সিরাজগঞ্জ কোর্ট পরিদর্শক মো. আসলাম হোসেন জানান, আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আরও একটি মামলায় শ্যোন অ্যারেস্টের আবেদনও করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম গ্রামে নির্মাণাধীন একটি ভবনের নিচে গোপন ঘর থেকে ৭৫ বছর বয়সী আব্দুল জব্বার ও ৪৮ বছর বয়সী গৃহবধূ শিল্পী খাতুন পালিয়ে আসেন। তাদের দাবি, ধারালো কাঁচি দিয়ে মেঝে খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করে তারা মুক্তি পেয়েছেন। বন্দিদশায় তাদের শারীরিক নির্যাতন করা হতো এবং ইনজেকশনও দেওয়া হতো, এমন অভিযোগ করেছেন তারা।

স্থানীয়দের দাবি, পল্লি চিকিৎসক নাজমুল ইসলাম আরাফাত ওই বাড়ি ভাড়া নিয়ে ‘আয়নাঘর’ গড়ে তোলেন এবং সেখানে গোপনে অপরাধমূলক কার্যকলাপ চালাতেন।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news