কমলো এলপি গ্যাসের দাম

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

৫ মে, ২০২৫, ৫ ঘন্টা আগে

কমলো এলপি গ্যাসের দাম

মে মাসে এলপিজি এবং অটোগ্যাসের দাম কমালো বিইআরসি, নতুন মূল্য ঘোষণা

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) মে মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৯ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করেছে, যা রোববার (৫ মে) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, মে মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম পূর্বের ১ হাজার ৪৫০ টাকার থেকে ১৯ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে মার্চ মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা করা হয়েছিল।

এছাড়া, একই দিনে অটোগ্যাসের দামও কমানো হয়েছে। মে মাসে অটোগ্যাসের মূসকসহ প্রতি লিটার দাম ৮৪ পয়সা কমিয়ে ৬৫ টাকা ৫৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। বিইআরসি জানায়, সৌদি আরামকোর প্রোপেন এবং বিউটেনের দাম বিবেচনায় নিয়ে এ সমন্বয় করা হয়েছে।

এভাবে ২০২৪ সালে ৪ দফা এলপিজি ও অটোগ্যাসের দাম কমলেও ৭ দফায় বৃদ্ধি পায়।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news