৩ কোটি ইউরো মাঠে ছুড়ে মেরে সমর্থকেরা বললেন, ‌‌‘রোনালদো বাড়ি যাও’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

৫ মে, ২০২৫, ২ ঘন্টা আগে

৩ কোটি ইউরো মাঠে ছুড়ে মেরে সমর্থকেরা বললেন, ‌‌‘রোনালদো বাড়ি যাও’

রিয়াল ভায়োদলিদের বিপক্ষে ম্যাচে রোনালদোর বিরুদ্ধে অদ্ভুত প্রতিবাদ, গ্যালারিতে ইউরো নোটের বৃষ্টি

লা লিগার একটি ম্যাচে শনিবার (৩ মে) রাতে রিয়াল ভায়োদলিদের বিরুদ্ধে মাঠে নামার সময় বার্সেলোনার বিপক্ষে এক অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেলেন গ্যালারিতে থাকা সমর্থকেরা। ম্যাচের মাত্র ১২ মিনিট পর, গ্যালারি থেকে ইউরো নোটের বৃষ্টি শুরু হয়। সেইসঙ্গে শোনা যায় স্লোগান, ‘রোনালদো বাড়ি যাও’।

এ রোনালদো পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো নয়, তিনি হলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও, যিনি রিয়াল ভায়োদলিদের একাংশের মালিক। ২০১৮ সালে ৩ কোটি ইউরোতে ক্লাবটির মালিকানা কিনেছিলেন রোনালদো নাজারিও।

ম্যাচের তখন ১২ মিনিট, হঠাৎ গ্যালারি থেকে মাঠে ইউরো নোট ছুড়ে মারেন সমর্থকেরা। দুই দলের খেলোয়াড়েরা হতবাক হয়ে দাঁড়িয়ে ছিলেন। সবগুলো নোট ছিল ৫০০ ইউরোর, এবং প্রায় ৬০ হাজার নোট গ্যালারি থেকে মাঠে ছুড়ে দেয়া হয়।

সমর্থকেরা স্লোগান দিতে থাকেন, ‘রোনালদো বাড়ি যাও’। তাদের মূল উদ্দেশ্য ছিল রিয়াল ভায়োদলিদের সভাপতি ও একাংশের মালিক রোনালদো নাজারিওকে বাড়ি ফিরে যেতে বলা।

হিসাব অনুযায়ী, ৫০০ ইউরোর ৬০ হাজার নোট মানে ৩ কোটি ইউরো—অর্থাৎ, রোনালদো যেই পরিমাণ অর্থ দিয়ে ক্লাবটির মালিকানা কিনেছিলেন, সেই পরিমাণ অর্থ ফেরত দিতে চেয়েছিলেন সমর্থকেরা।

এছাড়া, নোটগুলো আসল ছিল না, সবগুলো নোটে রোনালদোর ছবি ছিল এবং এক পাশে লেখা ছিল ‘রোনালদো গো হোম’।

মাঠ থেকে নোট সরাতে মাঠকর্মীরা বেশ কঠিন পরিস্থিতির মুখে পড়েন, এবং কিছু সময়ের জন্য খেলা বন্ধ হয়ে যায়। তবে শেষ পর্যন্ত, বার্সেলোনা ২-১ গোলে ম্যাচটি জিতে নেয়। কিন্তু এই হারের পরই রিয়াল ভায়োদলিদের অবনমন ঘটে, এবং এটি ছিল মূলত ক্লাবটির অবনমনের কারণে সমর্থকদের প্রতিবাদ।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news