ইসরাইলি যুদ্ধবিমানের সঙ্গে তুর্কি এফ-১৬ বিমানগুলোর সংঘর্ষ এড়ানোর জন্য সতর্কীকরণ সংকেত
রোববার (৪ মে) প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, তুর্কি এফ-১৬ যুদ্ধবিমানগুলি ইসরাইলি যুদ্ধবিমানের কাছে সতর্কীকরণ সংকেত পাঠিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ এড়াতে সক্ষম হয়। উভয়ের মধ্যে সংক্ষিপ্ত রেডিও যোগাযোগও হয়।
তুর্কি ওয়েবসাইট সোজকু-এর বরাত দিয়ে সংবাদমাধ্যম এন১২ জানায়, ইসরাইলি বিমানগুলোর আক্রমণের সময় তুর্কি যুদ্ধবিমান সিরিয়ার আকাশসীমায় প্রবেশ করে এবং ইসরাইলি বিমানগুলোকে সতর্কবার্তা পাঠায়।
এছাড়া, ইসরাইলি বিমানগুলি ‘তুরস্কের সঙ্গে সম্পর্কিত বাহিনী’কে লক্ষ্য করে হামলা চালিয়েছিল, যার মধ্যে তুর্কিপন্থি সিরীয় একটি গোষ্ঠী রয়েছে, যারা তুরস্ক থেকে অস্ত্র, রসদ এবং প্রশিক্ষণ নেয় বলে জানা গেছে।