নারায়ণগঞ্জে টেক্সটাইল মিলে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ একজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

৫ মে, ২০২৫, ৩ ঘন্টা আগে

নারায়ণগঞ্জে টেক্সটাইল মিলে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ একজনের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে সিকিউরিটি গার্ড হান্নানের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাজীপাড়া এলাকার মঞ্জু টেক্সটাইলে গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ সিকিউরিটি গার্ড হান্নান (৫২) মারা গেছেন।

সোমবার (৫ মে) রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, নারায়ণগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় চারজনকে ইনস্টিটিউটে আনা হয়, যার মধ্যে হান্নান চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে কবিরের শরীরের ৫৩ শতাংশ এবং সাইফুল ইসলামের ৩৪ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে, গত বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৮টার দিকে গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে সকাল ১০টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধদের মধ্যে ছিলেন সিকিউরিটি গার্ড মো. কবির (৪৫), মো. হান্নান (৫২), অ্যাকাউন্টস অফিসার মো. সাইফুল ইসলাম (৩২) এবং সাইফুল (২৮)।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news