মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় তুচ্ছ ঘটনায় মো. রাহুল আহমেদ খান (১৭) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৯ মে) রাত ৮টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর কোল (খাল) পাড় হানিফের ডাঙার পাশে এ ঘটনা ঘটে।
নিহত মো. রাহুল আহমেদ উপজেলার ধল্লা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার মেদুলিয়া গ্রামের মো. নজরুল ইসলাম খানের ছোট ছেলে।
প্রত্যক্ষদর্শী ও আহত রাসেল জানান, প্রায় ১০ দিন আগে পাশের কামুরা গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে তাদের তুচ্ছ ঘটনায় বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। এরপর ২০-২৫ জন দেশীয় অস্ত্রধারী যুবক তাদের উপর হামলা চালায়। রাসেলসহ কিছুজন দৌড়ে পালাতে সক্ষম হলেও রাহুলকে দুর্বৃত্তরা ধরে কুপিয়ে হত্যা করে।
আহত অপর ব্যক্তি আসিফ বলেন, হামলাকারীরা বাঁশের লাঠি ও চাকু নিয়ে তাদের ওপর হামলা চালায়। তাকে লাঠি ও রড দিয়ে আঘাত করে আহত করে এবং রাহুলকে ঘটনাস্থলেই কুপিয়ে হত্যা করে।
নিহত রাহুলের বাবা ও সাবেক মেম্বার নজরুল ইসলাম খান জানান, দোকান থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি তার ছেলে মৃত অবস্থায় পান। ছেলের সারা শরীরে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন দেখতে পান তিনি।
স্থানীয়রা জানান, হত্যাকারীরা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য এবং মাদকসহ নানা অপরাধের সঙ্গে জড়িত। তাদের মোটরসাইকেল নিয়ে বেপরোয়া চলাচল, মেয়েদের ইভটিজিংসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম তৌফিক আজম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য তৎপরতা চলছে।