রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের হামলায় একই পরিবারের সাতজনকে কুপিয়ে জখম করার ঘটনায় ৪৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে রয়েছে কুখ্যাত ‘পাটালি গ্রুপের’ শীর্ষ সন্ত্রাসী শাহীন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি মিডিয়া মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
রোববার রাতব্যাপী রায়েরবাজারের বোটঘাট এলাকায় মোহাম্মদপুর থানা পুলিশের নেতৃত্বে চালানো সাড়াশি অভিযানে ‘পাটালি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ড শাহীনসহ মোট ৪৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে পেশাদার মাদক কারবারি, ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িতরা।
গ্রেফতারকৃতদের নামের মধ্যে রয়েছেন: শাহীন (২১), শ্রীনাথ মন্ডল (২৫), আসাদ (৫৫), কুরবান (২৬), সাকিব (২২), সজিব (১৯), পারভেজ (২০), মোশাররফ (২৫), রুবেল (২৭), রিয়াজ (১৮), শাহীন (২৮), ইমন (২৫), রকি (২২), রাজা (৩৮), তুষার (২৫), সজল (২৮), হেলাল (৩৭), হৃদয় (২১), মুরসালিন (২০), মামন (২০), সাফায়েত (২০), শুভ (১৯), সালমান (১৮), মাজহারুল (১৮), রাব্বি (১৮), আবজাল (১৯), ইয়াসিম (১৯), জহিরুল (১৯), বাবু (১৯), রুমান (২১), জহিরুল (১৮), সুমন (৩০), সোকেল (১৮), এমদাদুল (২৫), সাগর (২২), শাকিব (২০), উজ্জ্বল (৩১), আকরাম (২০), জিসান (২৩), জিল্লুর (২৩), হৃদয় (৩১), শাকিব (২২), রিয়াজ (২৮) ও সোহাগ (২৮)।
ঘটনার সূত্রপাত ঘটে গত ১৫ মে গভীর রাতে মোহাম্মদপুরের ইত্যাদি মোড় এলাকায়। স্থানীয় বাসিন্দা রাব্বির বাড়ির সামনে তার পরিবারের ছয় সদস্যকে পাটালি গ্রুপের সদস্যরা কুপিয়ে গুরুতর আহত করে।
পুলিশের পাশাপাশি স্থানীয়রা আহতদের উদ্ধার করে সোহরাওয়ার্দী ও পঙ্গু হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে।
ভুক্তভোগী আফজাল হোসেন জানান, ‘রাতে বাড়ির সামনে বসে ছিলাম, তখন দুই কম বয়সী ছেলে বাড়ির দিকে দেখা দিলে পরিচয় জানতে চাইলে তারা রাগান্বিত হয়ে হামলা চালায়। পরে তারা তাদের গ্যাংয়ের অন্য সদস্যদের ডেকে আনে এবং দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ৪-৫ মিনিটে ১০-১৫ জন এসে আমাদের ওপর কোপাতে শুরু করে।’ আফজালের হাতের রগ কেটে যায় এবং পরিবারের সাতজন জখম হয়।
পুলিশ ঘটনার তদন্ত করছে এবং গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।