হাফ ভাড়া বিতর্কে চলন্ত মিনিবাস থেকে ফেলে ছাত্র হত্যা

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

৯ মে, ২০২৫, ১০ ঘন্টা আগে

হাফ ভাড়া বিতর্কে চলন্ত মিনিবাস থেকে ফেলে ছাত্র হত্যা

"গাজীপুরে হাফ ভাড়া নিয়ে কথা-কাটাকাটির জেরে কলেজ ছাত্রকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে হত্যা"

গাজীপুর, ৯ মে: গাজীপুরের পোড়াবাড়ী এলাকায় এক কলেজ ছাত্রকে হাফ ভাড়া নিয়ে কথা-কাটাকাটির জেরে চলন্ত মিনিবাস থেকে ধাক্কা দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৮ মে) রাত ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তাকওয়া পরিবহনের একটি মিনিবাসে এই ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী সিয়াম (১৯), স্থানীয় রোভার স্কাউট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র, গাজীপুর সদর উপজেলার বাউপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, সিয়াম চান্দনা চৌরাস্তা থেকে বাসে চড়ে পোড়াবাড়ি যাচ্ছিলেন, পথে হাফ ভাড়া নিয়ে হেলপারের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হেলপার উত্তেজিত হয়ে সিয়ামকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সিয়াম নিহত হন।

ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেলেও এলাকাবাসী বাসটি আটক করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি মেহেদী হাসান বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে এবং বাসটি জব্দ করে। আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ বিনা ময়নাতদন্তে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news