ভারত-পাকিস্তান যুদ্ধ কারও জন্য মঙ্গল বয়ে আনবে না : জামায়াত আমির

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

৭ মে, ২০২৫, ১৪ ঘন্টা আগে

ভারত-পাকিস্তান যুদ্ধ কারও জন্য মঙ্গল বয়ে আনবে না : জামায়াত আমির

ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলা: জামায়াত আমিরের মন্তব্য – "কারও জন্য মঙ্গল নয়"

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন, ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা কারও জন্য মঙ্গল বয়ে আনবে না। বুধবার (০৭ মে) তিনি তার ফেসবুক পেজে এক পোস্টে এই মন্তব্য করেন।

পোস্টে জামায়াত আমির লেখেন, “সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনায়* দু’দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে হামলা পাল্টা হামলার মতো ঘটনা ঘটেছে। তা কারও জন্যই মঙ্গলজনক হবে না।”*

তিনি আরও লেখেন, “এই ঘটনার গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত। উভয় পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। দিনশেষে যুদ্ধ কারও জন্যেই কল্যাণকর নয়। কাশ্মীরবাসীর সমস্যার স্থায়ী সমাধান আন্তরিকভাবে কামনা করি।”

ভারত-পাকিস্তান উত্তেজনা ও হামলা

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পর্যটন কেন্দ্র পেহেলগামে ২২ এপ্রিল হামলায় ২৬ জন পর্যটক নিহত হন, যা ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনা চরমে পৌঁছায়। ভারত পাকিস্তানকে দায়ী করলেও পাকিস্তান তা অস্বীকার করেছে। উভয় দেশের পাল্টাপাল্টি পদক্ষেপের পর ভারত পাকিস্তানের ওপর বড় হামলা চালায়, যাতে পাকিস্তানের সেনাবাহিনী ২৬ জন নিহত হওয়ার কথা জানালেও ভারত দাবি করেছে হামলায় নিহত হয়েছে ৮০-৯০ জন।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news