"ভারতের 'অপারেশন সিন্দুর': পাকিস্তান ও আজাদ কাশ্মিরে হামলা, ইসরাইলের সমর্থন"
ঢাকা, ৭ মে: ভারত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও আজাদ কাশ্মিরের নয়টি স্থাপনায় বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার পর ইসরাইল ভারতের এই অভিযানে প্রকাশ্যে সমর্থন ঘোষণা করেছে।
ভারত এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন সিন্দুর’, এবং ইসরাইলের রাষ্ট্রদূত রেউভেন আজার এক এক্স (টুইটার) পোস্টে বলেন, “সন্ত্রাসীদের জানা উচিত, তাদের জঘন্য অপরাধের কারণে কোনো নিরাপদ আশ্রয় নেই।” তিনি আরও বলেন, “ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে ইসরাইল।”
এই হামলা পরবর্তী সময়ে, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং বিশ্বের অন্যান্য দেশগুলোর পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।