ঢাকা, ৯ মে: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ উত্তাল হয়ে উঠেছে, যেখানে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বিক্ষোভ করছেন। শুক্রবার (৯ মে) বিকেল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, পাশাপাশি বিভিন্ন স্তরের মানুষও এতে অংশ নিয়েছেন।
বিক্ষোভকারীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে স্লোগান দিচ্ছেন, কেউ জাতীয় পতাকা উড়াচ্ছেন, আবার কেউ জুলাই-আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে রচিত গানে সুর তুলছেন।
বিক্ষোভের কারণে বিকেল সাড়ে ৪টার দিকে শাহবাগ মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাব ছড়িয়ে পড়েছে রাজধানীর অন্যান্য এলাকায়। শাহবাগ, সায়েন্সল্যাব, বাংলামোটর ও টিএসসি অভিমুখে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “বাংলাদেশের অগ্রগতি সেদিন থেকে শুরু হবে, যেদিন বাংলাদেশ টাইটেল পাবে ‘বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগ।’” তিনি আরও জানান, “দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শাহবাগে অবস্থান করবেন।”
বিক্ষোভকারীরা স্লোগানে মুখরিত শাহবাগ এলাকা থেকে ‘ব্যান করো, ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?’ ‘গোলামি না আজাদি-আজাদি’সহ নানা স্লোগান দিচ্ছেন। কেউ কেউ গানে গানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাচ্ছেন।
আন্দোলনকারীরা বলছেন, “আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।” তাদের মতে, সংগঠিত অপরাধ, দমনপীড়ন এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জন্য দলটির অস্তিত্ব বিলুপ্ত করা সময়ের দাবি।
বিক্ষোভে অংশ নেওয়া নওয়াজ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, “আমাদের দাবি একটাই- আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। খুনি শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের বিচারের আওতায় আনতে হবে।”