ঢাকা, ৯ মে: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ১৭ বছর পর দেশে ফিরে ঢাকার ধানমন্ডি এলাকায় বায়তুল আমান জামে মসজিদে জুমার নামাজ আদায় করেছেন।
শুক্রবার (৯ মে) দুপুরে তিনি তার বাবার, সাবেক নৌ প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের বাসায় যান এবং এরপর ধানমন্ডির মসজিদে মহিলাদের জন্য নির্ধারিত স্থানে নামাজ আদায় করেন। নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময়, উৎসুক জনতা তাকে দেখার জন্য অপেক্ষা করছিল।
ডা. জুবাইদা রহমান হাস্যোজ্জ্বল মুখে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাত উঁচিয়ে সালাম দেন। এসময় তার পরিবারের সদস্যদের এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম ও তার সহধর্মিণী ব্যারিস্টার মেহনাজ মান্নানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
নামাজ শেষে ধানমন্ডি থেকে বিকেল ৫টায় রওয়ানা হয়ে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের বাসায় ৭টার দিকে পৌঁছান। তার গাড়িবহর কিছু সময় রাস্তায় যানজটে আটকা পড়ে, তবে সাধারণ যানবাহনের মতোই ধীরে ধীরে চলতে থাকে তার গাড়ি।
ডা. জুবাইদা রহমানের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানানো হয়, তার গাড়ি বহরে পুলিশ প্রটেকশন এবং ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর গাড়ি ছিল, তবে সাধারণ যানবাহন থেকে আলাদা হুইসেল ব্যবহার করা হয়নি।
এছাড়া, তার নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সার্বক্ষণিক থাকছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল একেএম শামসুল ইসলাম শামস এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনসহ কয়েকজন বিএনপি নেতা।
গত বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায়, ধানমন্ডির স্কয়ার হাসপাতাল থেকে তার মা ইকবাল মান্দ বানুকে নিয়ে মাহবুব ভবনে যান। চিকিৎসকরা তার মা ইকবাল মান্দ বানুর অবস্থার উন্নতি হওয়ায় তাকে ছাড়পত্র প্রদান করেন।
লন্ডন থেকে ৬ মে (মঙ্গলবার) ডা. জুবাইদা রহমান এবং আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান দেশে ফিরেন এবং তারা গুলশানের ‘ফিরোজা’ বাসায় শাশুড়ির সাথে অবস্থান করছেন।