জামায়াতের সমাবেশে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, আহত ১০

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

৯ মে, ২০২৫, ৯ ঘন্টা আগে

জামায়াতের সমাবেশে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, আহত ১০

চট্টগ্রাম, ৯ মে: চট্টগ্রামের সীতাকুণ্ডে জামায়াতে ইসলামীর এক প্রতিবাদ সমাবেশে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালিয়েছে, এতে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চার জামায়াত নেতা গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (৯ মে) বিকেলে উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে। পূর্ব ঘোষিত প্রতিবাদ সমাবেশে জামায়াত নেতা শহিদুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল।

জুমার নামাজের পর, ২০-৩০ জন অস্ত্রধারী সন্ত্রাসী অতর্কিত হামলা চালায় এবং গুলি ছোড়ে। এতে জামায়াতের উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী, আলী হোসেন, নিজাম উদ্দীন ও সাইফ উদ্দিনসহ ১০ জন গুরুতর আহত হন। এছাড়া, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরীসহ ৭/৮ নেতাকর্মীকে অবরুদ্ধ করে রাখা হয়।

কুতুবউদ্দিন শিবলী জানান, “এই হামলার উদ্দেশ্য ছিল আমাদের প্রতিবাদ সভা পণ্ড করা। শহিদুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে আমরা এই সভা আয়োজন করেছিলাম, তবে সন্ত্রাসীরা হামলা চালিয়ে সভা ভণ্ডুল করে দেয়।”

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, “বিএনপি ও জামায়াত আলাদাভাবে প্রোগ্রাম করছিল। বিএনপি সমর্থিত কিছু লোক গিয়ে জামায়াতের সভায় অতর্কিত হামলা করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।”

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news