রাজবাড়ী, ৯ মে: পদ্মা নদী থেকে ধরা পড়া প্রায় ২ কেজি ওজনের একটি ইলিশ সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার (০৯ মে) সকালে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজারে এই ইলিশটির নিলাম হয় এবং স্থানীয় এক ব্যবসায়ী এটি ৮ হাজার টাকায় কিনে পরে এক প্রবাসীকে সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি করেন।
মাছটি ফরিদপুরের কবিরপুর চরে পদ্মা নদীর মোহনায় জেলেদের জালে ধরা পড়ে। স্থানীয় মৎস্যজীবীরা জানান, বর্তমানে পদ্মা নদীতে ইলিশের আকাল চলছে, এবং জেলেদের জালে অন্যান্য মাছ ধরা পড়লেও ইলিশের দেখা মিলছে না। তবে, ভোরে জেলে ইসমাইল হালদারের জালে এক বড় ইলিশ ধরা পড়ে, যার ওজন ছিল ১ কেজি ৯৬০ গ্রাম।
নিলামে বিক্রি হওয়ার পর দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ মাছটি কিনে নেন। শাহজাহান শেখ জানান, “এ বছর ইলিশের দেখা তেমন মিলছে না, তবে মাঝে-মধ্যে দু-একটি ইলিশ পাওয়া যাচ্ছে।” তিনি আরও বলেন, “এটা এই মৌসুমে পাওয়া সবচেয়ে বড় ইলিশ মাছ।”
এছাড়া, মাছের মালিক সম্রাট শাহজাহান শেখ বলেন, “এই বড় ইলিশ মাছটি আমি ৪ হাজার ২০০ টাকা কেজি দরে কিনে নিলাম এবং পরে এক প্রবাসী ৪ হাজার ৩০০ টাকা কেজি দরে কিনে নেন।”
জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, “বড় আকৃতির ইলিশ মাছ এখন সচরাচর কম পাওয়া যায়, তবে দৌলতদিয়ায় বড় ইলিশ পাওয়া খুশির খবর।”