"আওয়ামী লীগ নেতাদের জন্য বিশেষ কারাগার: ১৫ মে থেকে বন্দির স্থানান্তর শুরু"
ঢাকা, ৭ মে: আওয়ামী লীগ সরকারের আমলে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে বেগম খালেদা জিয়ার জন্য বানানো বিশেষ কারাগারে এখন আওয়ামী লীগ নেতারা বন্দি হবেন।
প্রথমে খালেদা জিয়ার জন্য বিশেষ কারাগারের পরিকল্পনা ছিল, তবে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে খালেদা জিয়া মুক্তি পাওয়ার পর, এখন সেই কারাগারে আওয়ামী লীগ নেতাদের বন্দি রাখার প্রস্তুতি চলছে।
ইতোমধ্যে কারা কর্তৃপক্ষ বিশেষ কারাগারের চালু করার প্রজ্ঞাপন জারি করেছে এবং ১৫ মে থেকে বন্দিদের স্থানান্তর শুরু হবে।
নতুন এই বিশেষ কারাগারে স্থানান্তরিত হবে আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, উপদেষ্টা এবং অন্যান্য ভিআইপি সদস্যদের, যাদের সরকার পতনের পর গ্রেপ্তার করা হয়েছিল। এর মধ্যে সাবেক মন্ত্রী, সাবেক আইনমন্ত্রী, সাবেক পুলিশ কর্মকর্তা, সাবেক মেয়র এবং আওয়ামী লীগ নেতাদের নাম উল্লেখযোগ্য।
বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সহ এই কারাগারটি অত্যন্ত সুরক্ষিত হবে, যেখানে বন্দিদের সেবায় কিছু সাধারণ বন্দি নিয়োগ করা হয়েছে। ইতোমধ্যে সিসিটিভি ক্যামেরা ও জ্যামার স্থাপন করা হয়েছে, এবং বিশেষ নজরদারি ব্যবস্থাও চালু করা হচ্ছে।
এই পদক্ষেপের ফলে, রাজনৈতিক পরিস্থিতির তীব্রতা বৃদ্ধি পাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।