সৌদি পৌঁছেছেন ৩২ হাজার ৫৮৮ বাংলাদেশি হজযাত্রী

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

৮ মে, ২০২৫, ১ day আগে

সৌদি পৌঁছেছেন ৩২ হাজার ৫৮৮ বাংলাদেশি হজযাত্রী

ঢাকা, ৭ মে: হজের উদ্দেশে বুধবার ২,২৪৮ জন সৌদি আরব যাত্রা করেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ১,৪৪৬ জন এবং সৌদি এয়ারলাইনসে ৮০২ জন যাত্রা করেছেন। এখন পর্যন্ত ৩২,৫৮৮ জন হজযাত্রী জেদ্দায় পৌঁছেছেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিসের পরিচালক (যুগ্ম সচিব) লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৯ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট ছেড়ে যায়। এর আগে ২৭ এপ্রিল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হজ কার্যক্রমের উদ্বোধন করেন।

হজযাত্রীদের জন্য উন্নত সেবা ও নতুন ব্যবস্থা

হজযাত্রীদের দুর্ভোগ লাঘব এবং উন্নত সেবা দেওয়ার জন্য হজ ম্যানেজমেন্ট সেন্টার স্থাপন করা হয়েছে এবং একটি অ্যাপও তৈরি করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং সৌদি এয়ারলাইনস ৫০ শতাংশ করে যাত্রী পরিবহণ করবে, এবং ফ্লাইন্যাস এয়ারলাইনস ১৫ শতাংশ যাত্রী পরিবহন করবে।

হজযাত্রীদের মৃত্যু

এদিকে, এ পর্যন্ত তিনজন হজযাত্রী সৌদি আরব পৌঁছানোর পর মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে দুইজন মদিনায় এবং একজন মক্কায় মারা গেছেন। মৃতরা হলেন:

  • খলিলুর রহমান, পাংশা-রাজবাড়ী (পাসপোর্ট নম্বর A 05981786G)
  • ফরিদুজ্জামান, বাজিতপুর, কিশোরগঞ্জ (পাসপোর্ট নম্বর A05784578)
  • আল হামিদা বানু, পঞ্চগড় সদর (পাসপোর্ট নম্বর A16370960G)

হজ কার্যক্রমের ব্যয় ও শিডিউল

এবারের হজ ৫ জুন অনুষ্ঠিত হবে, যা চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ৯৪১টি হজ এজেন্সি এবারের হজ কার্যক্রমে অংশ নিচ্ছে। সরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজ ১-এর খরচ ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং প্যাকেজ ২-এর খরচ ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজের খরচ ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news