১২ বছরের আনিশার জীবন বাঁচাতে আপনার সাহায্য প্রয়োজন!
ছবির এই ফুটফুটে শিশুটির নাম শেহজারিন তাসনিম হোসেন আনিশা। বয়স মাত্র ১২ বছর। অথচ এই কোমল বয়সেই তাকে লড়তে হচ্ছে মরণব্যাধি ক্যানসারের বিরুদ্ধে।
গত বছর এপ্রিল মাসে আনিশার শরীরে ধরা পড়ে স্টেজ-৪ হাই রিস্ক মেটাস্টাসিস নিউরো ব্লাস্টোমা ক্যানসার। বর্তমানে তার চিকিৎসা চলছে ভারতের চেন্নাইয়ে অ্যাপোলো হাসপাতালে।
চিকিৎসার প্রথম ধাপে ‘র্যাপিড কোজেক’ নামক উচ্চমাত্রার কেমোথেরাপির ১০টি সেশন সম্পন্ন হয়েছে। বর্তমানে চলছে দ্বিতীয় ধাপের ওরাল কেমোথেরাপি।
আনিশার মা রাফিয়া আক্তার জানান, এতদিনে চিকিৎসায় ব্যয় হয়েছে প্রায় ৫০ লাখ টাকা। সামনে আনিশার জন্য অপেক্ষা করছে সবচেয়ে জটিল ও ব্যয়বহুল ধাপ—অ্যান্টি জিডি-২ থেরাপি, যা শুরু করতে হবে ২০২৫ সালের জুলাই থেকে এবং চলবে প্রায় ৮ মাস। চিকিৎসকদের ধারণা, এতে খরচ হবে প্রায় ৭০ লাখ টাকা।
এই বিপুল অর্থ তাদের পরিবারের পক্ষে একা বহন করা সম্ভব নয়। তাই আনিশার মা দেশবাসীর কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।
📌 সাহায্য পাঠানোর ঠিকানা:
নাম: রাফিয়া আক্তার
হিসাব নম্বর: ০০১০০৩১০০৪৪৮৪৯
ব্যাংক: ট্রাস্ট ব্যাংক লিমিটেড
শাখা: সাভার ক্যান্টনমেন্ট শাখা, সাভার, ঢাকা
ইমেইল: [email protected]
আপনার একটি সহানুভূতিশীল হাত আনিশার জীবনে ফেরাতে পারে নতুন আলো। ছোট্ট একটি অবদানও হতে পারে তার বেঁচে থাকার বড় সহায়।
শেয়ার করুন, পাশে দাঁড়ান।