সীমান্তে পাকিস্তান-ভারত গোলাগুলি চলছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

৭ মে, ২০২৫, ১৬ ঘন্টা আগে

সীমান্তে পাকিস্তান-ভারত গোলাগুলি চলছে

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা, পাল্টা হামলায় পাকিস্তান বিমান বাহিনী ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বুধবার ভোরে পাকিস্তানের বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এর পরই পাকিস্তান বিমান বাহিনী পাল্টা হামলা চালিয়েছে, যার ফলে ভারতের পাঁচটি যুদ্ধবিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।

এদিকে মঙ্গলবার রাতে সীমান্তে হামলা-পাল্টা হামলার উত্তেজনা আরও বেড়েছে। পাকিস্তানি কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছে, লাইন অব কন্ট্রোল (এলওসি) বরাবর ভারত এবং পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি এবং মর্টার হামলা শুরু হয়েছে।

পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে গোলাবর্ষণ ও হতাহতের খবর

পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের হাভেলি জেলার ডেপুটি কমিশনার ইমরান শাহীন জানান, “মঙ্গলবার ভোরে সীমান্তে তীব্র গোলাবর্ষণ শুরু হয়।” তিনি বলেন, হাভেলি জেলার ফরওয়ার্ড কাহুটা শহরে দুটি মর্টার একটি বাড়িতে আঘাত হানে, যার ফলে দুজন পুরুষ নিহত হন এবং একাধিক নারী ও শিশু আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া, আরেকটি গ্রামে সীমান্ত পেরিয়ে আসা গুলিতে এক বাসিন্দা নিহত হয়েছেন বলে জানা গেছে।

ভারতের নাগরিকদেরও ক্ষয়ক্ষতি

ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন বাংলা জানিয়েছে, সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর গোলাবর্ষণে তিন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন।

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, উত্তেজনা বৃদ্ধি

চলমান উত্তেজনার কারণে পাক-অধিকৃত কাশ্মীরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে এবং চলমান পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে।

নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, সীমান্তের দুই পাশেই উত্তেজনা চরমে পৌঁছেছে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news